ভেঙে পড়েছেন জিদান
স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের আত্মঘাতী বোমা হামলা ও এলোপাতাড়ি গুলিতে নিহত হয় অন্তত ১৫৩ সাধারণ মানুষ। আহত হয়েছেন আরো ২০০ জন।
নিজ দেশের রাজধানীতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ‘মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন’ কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। জিদানের মনের অবস্থা এতটাই খারাপ যে ইউনিসেফের আয়োজনে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহন করতে যাননি তিনি।
আগামী শনিবার ইংল্যান্ডে শিশুদের জন্য তহবিল গড়তে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচটিতে দেশটির আরেক ফুটবল তারকা বেকহ্যামেরও খেলার কথা ছিল।
শক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় জিদানের কয়েকজন দূরের আত্মীয় মারা গেছেন এবং আহত হয়েছেন কয়েকজন।
জিদানের ইউনিসেফের চ্যারিটি ম্যাচে অংশগ্রহন না করার ব্যাপারে ওল্ড ট্রাফোর্ডে সাংবাদিকদের বেকহ্যাম বলেন, ‘আমি জিজুর (জিদান) মনের অবস্থা বুঝতে পারছি। বুঝতে পারছি সে কেন খেলতে চাইছে না। সে আমাকে কথা দিয়েছিল ম্যাচটি খেলবে।’
প্যারিসের জনগণের জন্য সমবেদনা জানিয়ে বেকহ্যাম বলেন, ‘প্যারিসের জন্য আমাদের হৃদয় কাঁদছে।’
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর