রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৪:৪৯:৩০

অবসরের আগে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের সঙ্গে খেলতে চান মিসবাহ

অবসরের আগে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের সঙ্গে খেলতে চান মিসবাহ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের উজ্বল নক্ষত্র মিসবাহ-উল-হক। ভঙ্গুর পাকিস্তান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসার জন্য প্রাণপনে লড়াই করে গেছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের এই কিংবদন্তী ক্রিকেটার সিদ্ধান্ত নিয়েছেন কিছু সময়ের ব্যবধানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে তার একটাই ইচ্ছে। অবসরের আগে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলে যাওয়ার খুব ইচ্ছে তার। হয়তোবা শেষ অবধি পাকিস্তানের এই লিজেন্ডের ইচ্ছাটা পূরণ হতে পারে। দুই দেশের ক্রিকেট বোর্ডের কথা অনুসারে এই ডিসেম্বরেই হতে পারে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বিজাতি সিরিজ। আর এমন সময়ে ভারতের বিপক্ষে খেলার ইচ্ছেটা আবার উচ্চারিত হলো পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহের কণ্ঠে, "অবসর নেবার আগে ভারতের সাথে একটি সিরিজ খেলার ইচ্ছে আমার। অবসরের ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নিলে তা ক্রিকেট বোর্ডকে জানাবো।" এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অবসর নেন পাকিস্তানি এই গ্রেট তারকা। টেস্ট থেকেও অবসর নেয়ার কথা রয়েঝে তার। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত অবসর নেয়া হয়নি তার । আগামী বছর জুলাই-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর। ততদিনে ৪২ বছর বয়স হবে মিসবাহর। আর তিনি বলেছেন ইংল্যান্ড সফর করলে যথাযথ প্রস্তুতি নিয়েই যাবেন। মিসবাহর ভাষায়, "আমি ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিলে পুরো প্রস্তুত হয়েই যাবো। আমাদের দলকেও ওই চ্যালেঞ্জ নিতে তৈরি হয়ে যেতে দেখতে পছন্দ করবো। আমাদের দল যে কোনো জায়গায় জেতার সামর্থ্য রাখে।" ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে