এই দুঃখ কোথায় রাখবেন নতুন মুখ রাব্বি?
স্পোর্টস ডেস্ক : উজ্জ্বীবিত টাইগারবাহিনী। শেষ ম্যাচে জয়ের জন্য মিরপুর স্টেডিয়ামে শোনা গেল টাইগারদের গর্জন। দলে পরিবর্তনের আভাস দেয়া হয়েছিল আর সেটা কিছুটা হলেও সত্যি হয়েছে।
লিটন দাসকে নেয়া হয়নি একাদশে। তার পরিবর্তে ইমরুল কায়েসকে দলে নেয়া হয়েছে। দলে অন্য পরিবর্তনও রয়েছে। যুবায়েরের যায়গায় নেয়া হয়েছে আরাফাত সানিতে।
গত ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। কিন্তু শেষ ম্যাচেও অভিষেক হয়নি কামরুল ইসলাম রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল রাব্বির।
দেখতে দেখতে ৫টি ম্যাচ শেষ কিন্তু সুযোগ দেয়া হয়নি তাকে। এই দুঃখ কোথায় রাখবেন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা কামরুল ইসলাম রাব্বি?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সান্ত্বনাই কেবল তৃপ্তি দিবে তাকে। এই রাব্বিকে কখন জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ দেয়া হয় সেটা বলা বেশ মুশকিল। তবে বলা যায় যে, একজন নতুন ক্রিকেটার রয়েছেন যিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়।
বাংলাদেশ পরে অন্যান্য দেশের সাথে যখন দ্বিপাক্ষীয় সিরিজ খেলবে তখন অভিষেক হতে পারে তার।
১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর