শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২০:৩০

পাক-ভারত সিরিজ নিয়ে উল্টো সুর শোনালেন আফ্রিদি

পাক-ভারত সিরিজ নিয়ে উল্টো সুর শোনালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ভারত-পকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে৷ দুই দেশের সমর্থকরা এই সিরিজ নিয়ে খুব আগ্রহী৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা আরও বেশি আগ্রহী ছিল এই সিরিজের ব্যাপারে৷ কিন্তু এবার উল্টো সুর শোনা যাচ্ছে শাহিদ আফ্রিদি৷ কী সুর ? পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি সরাসরি বলে দিয়েছেন ভারত-পকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না হলেও কোনও ব্যাপার নয়৷

ঝুমঝুম আফ্রিদি বলেছেন, কিন্তু কেন এত চেষ্টা? ভারত যদি আমাদের সাথে সিরিজ খেলতে না চায়, তাদের নিয়ে এত টানাটানি ডাকাডাকি কেন! এসবের মানে খুঁজে পান না। আমরা ভারতকে ইন্দো-পাক খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা খেলতে না চাইলে এত ভাবনার কিছু নেই তো। আমরা তো ভালোই আছি।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে