মাঠেই নামতে দেয়া হয়নি ভারত-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের, ম্যাচ পণ্ড
স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের প্রথম ওয়ানডের চিত্র দিয়ে শুরু হয় দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে দুই দেশের লড়াইটা অন্যরকমই হত। তবে এখন কেবল শেষ আশা। আর এই আশার উপরও আসতে পারে গুড়েবালি।
রোববার আর মাঠে নামতে পারেননি এই দুই দেশের ক্রিকেটাররা। রোববার হতাশ হয়ে থাকতে হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাঠে নামা হয়নি দুই দেশের ক্রিকেটারদের।
মূলতঃ বৃষ্টির কারণেই মাঠে নামার অনুমতি দেয়া হয়নি দুই পক্ষকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছে। তবে আবহাওয়া ভালো নয়। তৃতীয় দিনের খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
দুই দেশের দ্বিতীয় টেস্ট ভেস্তে যেতে পারে। দ্বিতীয় টেস্টে ২১৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআফ। প্রথম দিনেই এর বিপরীতে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ভারত।
দ্বিতীয় দিন ভেস্তে যাওয়ায় একই অবস্থায় রয়েছে এই টেস্ট। প্রসঙ্গত, প্রথম টেস্ট জিতেছে ভারত। এই সিরিজে দুই দেশের ৪টি টেস্ট ম্যাচ খেলার কথা।
১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর