শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৪:৫২

ভারতের বিপক্ষে বিশাল জয়ে সম্পূর্ণ অবদান যে ৪ টাইগার ক্রিকেটারের

ভারতের বিপক্ষে বিশাল জয়ে সম্পূর্ণ অবদান যে ৪ টাইগার ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: শঙ্কার পর অবশেষে বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। মাত্র চারজন টাইগারই যেন খেলেছেন ভারতের বিরুদ্ধে।

পরিসংখ্যান দেখলেই আপনি বুঝে যাবেন এ অবিশ্বাস্য বিষয়টি। বাংলাদেশের একাদশ যেন কাজে লাগেনি এদিন! ম্যাচ সেরা যে কে হবেন, এটা দেখার জন্য আর কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন কোনো প্রয়োজন নেই।

মাঠের চিত্র দেখলেই যে কেউ বলে দিবেন তিনি হচ্ছেন নাসির। বিপদের সময় ব্যাট হাতে বাংলাদেশের হাল ধরেন তিনি। ১০২ রান করে অপরাজিত ছিলেন নাসির।

বল হাতেও খৈ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। নাসির একাই নেন পাঁচটি উইকেট। ম্যাচ সেরা হচ্ছেন তিনি। অন্যদিকে নাসিরের পর অবদান রুবেল হোসেনের।

রুবেল এ দিন ৪টি উইকেট শিকার করেন। তিন নম্বরে কৃতিত্ব দিতে হবে লিটন দাসকে। লিটন দাস ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন। অন্যদিকে এই কঠিন লড়াইয়ের দিনে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫ টি ক্যাস তুলে নিয়েছেন।

চার নম্বরে উল্লেখ করতে হবে আলামিনকে। ভারতের ভয়ঙ্কর ব্যাটসম্যান গুলকিরাতকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে জয়ের হাসি এনে দেন তিনি।

৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ যে জয় পাবে তা ছিল পুরোপুরি ধারনার বাইরে। এদিন যেন অসম্ভবকে সম্ভব করলেন এই ৪ টাইগার।

প্রসঙ্গত, এদিন ৪২ ওভার ২ বলে অল আউট হয় ভারত। ৬৫ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। যেটা ছিল সম্পূর্ণ ধারনার বাইরে।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে