রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৯:২০:১২

০ ৩ ৮ ৯ মোবাইল নাম্বার নয়,বিপিএল ৪ আইকন টাইগারের রান স্কোর

০ ৩ ৮ ৯ মোবাইল নাম্বার নয়,বিপিএল ৪ আইকন টাইগারের রান স্কোর

আল-আমিন শিবলী: ০ ৩ ৮ ৯ এগুলো কোনো মোবাইল নাম্বার নয় এগুলো হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (বিপিএল)এর চার আইকন তারকা ক্রিকেটারের রান স্কোর। রোরবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লজ্জাজনক রান করে আউট হন মাশরাফি, নাসির হোসেন, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। তবে আইকন টাইগারদের মধ্যে শুধুমাত্র দুই অংকের ঘরে প্রবেশ করেন ওপেনার তামিম ইকবাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির সিদ্ধান্তে প্রথমে ব্যাট করতে নামে টাইগার দলের দুই ওপেনার ব্যাটম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খোলে খেলতে পারেননি এই দুই মারকুটে ব্যাটসম্যান। ফলে দলীয় ৩৪ ও ৩৫ রানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৫ বলে ২১ রান করে নেভিল মাদজিভার বলে চিগুম্বুরার তালুবন্দী হন তামিম। সাত বল পর টেন্ডাই কিসেরোর বলে শ্যেন উইলিয়ামসের হাতে ধরা পরেন কায়েস। আউটের আগে ১১ বলে ১০ রান করেছেন এ ওপেনার। এনামুলের সঙ্গে ২৪ রানের জুটির পর দলীয় ৫৯ রানে ক্রেমারের বলে আউট হয়ে ফিরে যান অন্যতম ভরসা মুশফিকুর রহিম (০৯)। এরপর সাব্বির আর এনামুল মিলে ৩৭ বলে ৩৯ রানের জুটি গড়েন। ১৮ বলে ১৭ রান করে দলীয় ৯৮ রানের মাথায় ক্রেমারের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান সাব্বির রহমান। এরপর উইকেটে আসা নাসির (০৩), মাহমুদুল্লাহ (০৮) ও মাশরাফি (০) কেউই এনামুলকে সঙ্গ দিতে পারেননি। যথাক্রমে দলীয় ১১৩, ১২১, ও ১২২ রানে আউট হয়ে ফিরে যান তারা। দলীয় ১৩০ রানে পানিয়াঙ্গারার বলে লুক জংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরাফাত সানি (০৫)। ৫১ বলে ৪৭ রান করে ফিরে যান এনামুল। শেষ পর্যন্ত ১৩৫ রান করে মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। বাংলাদেশের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে। ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা নিয়ে সিরিজ সমাপ্তি হয় দুই দলের। ১৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে