নাসিরের অনাকাঙ্খিত ওভারে কপাল পুড়েছে বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য সফরকারীদের শেষ ওভারে টার্গেট ছিল ১৮ রান। এ কঠিন সমীকরণটাকে ওলট-পালট করে দিয়ে ১ বল আর ৩ উইকেট থাকতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতল সফরকারীরা। নাসিরের এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে সেই সমীকরণ মিলিয়ে দিয়েছেন ১৯ বলে ২৮ করা মাদজিভা।
অথচ ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা। অতিথিদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রেগিস চাকাভা আর সিকান্দার রাজা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য মেলে টাইগার দলে। আল আমিনের করা প্রথম বলেই উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ব্যক্তিগত ৫ রান করা সিকান্দার রাজা। পরের বলেই উইলিয়ামসকে বোল্ড করেন আল আমিন।
এর পর বোলিংয়ে এসেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানকে ক্যাচ দিয় ফিরে গেছেন রেগিস চাকাভা। রান আউট হয়ে ফিরে যান ক্রেইগ আরভিন। লুক জংউই কাভারে ঢেলে দিয়েই একটি রান নিতে চেয়েছিলেন, রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে ফিরে যান তিনি। ততক্ষণে অনেক দূর এগিয়ে আসা আরভিন আর ফিরতে পারেননি। মাশরাফি বিন মুর্তজার থ্রো ধরে নাসির স্টাম্প ভেঙে দেন। এর পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়েনরা।
নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারটি করতে এসে পর পর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে আল আমিন ভালো ধাক্কাই দিয়েছিলেন। মুস্তাফিজ-আরাফাত সানিরাও চাপ ধরে রেখেছিলেন। আরও বড় বিপদ হওয়ার আগে ওয়ালারকে ফিরিয়েছেন নাসিরও। কিন্তু নাসিরের শেষ ওভারেই হয়ে গেল ক্ষতিটা। সিরিজের ট্রফিটাও ভাগাভাগি করে নিতে হলো।
জিতলে ভালো হতো সন্দেহ নেই। কিন্তু এই বছরটা যে অবিস্মরণীয়ভাবে কেটেছে, তাতে এতটুকু খামতি মেনে নেওয়াই যায়। কে বলেছে, শেষ ভালো যার, সব ভালো তার?
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯ উইকেটে ১৩৫ (তামিম ২১, ইমরুল ১০, এনামুল ৪৭, মুশফিক ৯, সাব্বির ১৭, নাসির ৩, মাহমুদউল্লাহ ৮, মাশরাফি ০, সানি ৪, মুস্তাফিজ ১*, আল আমিন ১*; পানিয়াঙ্গারা ৩/৩০, মাদজিভা ২/২৫ , ক্রেমার ২/২১, চিসোরো ১/২৭)।
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১৩৬/৭ (রাজা ৫, চাকাভা ৪, উইলিয়ামস ০, আরভিন ১৫, জঙ্গুয়ে ৩৪, চিগুম্বুরা ০, ওয়ালার ৪০, মাদজিভা ২৮*, ক্রেমার ০*; মাশরাফি ০/২৭, আল-আমিন ৩/২০, মুস্তাফিজ ১/১২, সানি ১/২৬, নাসির ১/৪৫)।
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ১–১
১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর