সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:২৬

দ্রুতগতির বলের রেকর্ডে মিচেল স্টার্ক!

দ্রুতগতির বলের রেকর্ডে মিচেল স্টার্ক!

স্পোর্টস ডেস্ক : ওয়াকায় আগুন, আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের ২১ তম ওভারে স্টার্ক ১৬০.৪ কিলোমিটার বা ৯৯.৭ মাইল প্রতি ঘণ্টায় বল করলেন স্টার্ক। এর আগে রেকর্ড হওয়া দ্রুতগতির বল করছেন অস্ট্রেলিয়ার শন টেট ও ব্রেট লি (১৬০.৪ কিমি/প্রতি ঘণ্টা)। জেফ টমসন (১৬০.৬ কিমি/প্রতি ঘণ্টা)। রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত বল করেছেন পাকিস্তানের শোয়েব আখতার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউল্যান্ডে শোয়েব ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন। ওয়াকার পাটা পিচে রানের ফোয়ারা উঠছে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রচুর রান করলেন। কিন্তু স্টার্কের গতিতে কিছুটা সমস্যায় পড়লেন। একবার তো স্টার্কের ইয়র্কারে ব্যাট ভেঙে যায় ম্যাকালামের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড পিছিয়ে ৪৯ রানে হাতে চার উইকেট। ১৬ নভেম্বর ২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে