‘বাংলাদেশ ভালো খেলতে পারেনি’
স্পোর্টস ডেস্ক: বলা যায় ২০১৫ পুরো বছর জুড়ে নান্দনিক খেলা উপহার দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। ফেব্রুয়ারি বিশ্বকাপের পর টাইগারদের কাছে একের পর এক বিধ্বস্ত হতে দেখা যায় বিশ্ব ক্রিকেট পরাশক্তিদের।
গতকাল (রোববার) সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বাংলাদেশের বছরের শেষ খেলা। ক্রিকেট সূচি অনুযায়ী এ বছর আর কোন ম্যাচ নেই বাংলাদেশের। বছরের শুরু ও মাঝে একের পর সাফল্য দেখালেও শেষ ম্যাচটা ভালো করতে পারেনি টাইগাররা। নেভিল মাদজিভার ব্যাটে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হতাশ করে স্বস্তির জয় তুলে নিল সফরকারীরা।
নাসির হোসেনের করা শেষ ওভারের ১ বল ও ৩ উইকেট হাতে রেখে ১৭ রান তুলে জিম্বাবুইয়ান এ টেলএন্ডার ব্যাটসম্যান নাটকীয়তার জন্মই দিলেন মিরপুরে। বল হাতেও নেভিল দেখিয়েছিলেন চমক।
তবে অধিনায়ক মাশরাফি এ পরাজয়ে হতাশ হলেও সব যে হারিয়ে ফেলেছেন তা মনে করেন না। আগামী দিনগুলোতে কিভাবে আরো ভালো টিম কম্বিনেশন দাঁড় করানো যায় সে চিন্তা তার। বলেন, ‘ আজ আমরা ভালো খেলা উপহার দিতে পারেনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যে অবস্থায় আছি, তাতে আমাদের ভালো কম্বিনেশন প্রস্তুত করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে বড় ফোকাস ছিল সেদিকেই। সেই সঙ্গে জয়ের দিকেও। জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত হয়নি। কম্বিনেশনের কথা বললে বলবো এখনো আরও অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে।’
শেষ ওভারে নাসিরকে বোলিংয়ে পাঠানো প্রসঙ্গে কথা উঠলে বাংলাদেশের এই অধিনায়ক বলেন, ‘ আমার হাতে আর কোন অপশন না থাকায় নাসিরকেই বোলিংয়ে পাঠাতে হয়েছিল।’
১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর