সাকিব-সৌম্যের অভাবটা ভালোই টের পেয়েছেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: প্রাণপনে লড়াইয়ের পরও সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বছরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে জয় পায়নি স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ে অধিনায়ক চিগুম্বুরার অন্যতম হাতিয়ার নেভিল মাদজিভার ম্যাচের শেষ ওভারে ধুম-ধাড্ডাকা ব্যাটিংয়ে মিরপুরের ম্যাচটিতে হতাশার সাগরে ডুবে বাংলাদেশ।
তবে অধিনায়ক মাশরাফি এই জয়ে হতাশ না হয়ে হারের পিছনে কিছুটা টিম কম্বিনেশনকে দায়ী করেছেন। সে সাথে সাকিব-সৌম না থাকার অভাবটাও যে সুস্পষ্ট তা সবাইকে বুঝিয়ে দিলেন। মাশরাফির বিশ্বাস এই দুই ক্রিকেটার ফিরে আসলে সঠিক কম্বিনেশন তৈরি করতে পারবেন তিনি।
রোববার ম্যাচ শেষে অকপটে মাশরাফি স্বীকার করে নিলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা এখনো ব্যলেন্স দল হয়ে দাঁড়াতে পারিনি। এই মুহূর্তে আমাদের কম্বিনেশন নিয়ে কাজ করছি। এ ছাড়া জয়ের চিন্তা আছেই। আশা করি সৌম্য যখন ফিট হয়ে আসবে এবং সাকিব দেশে ফিরে আসলে কম্বিনেশন আরও ভালো হবে। তখন হয়ত আমরা আরো ভালো খেলব।’
মাশরাফি আরো বলেন, ‘ আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে আমরা যে অবস্থানে আছি টিম কম্বিনেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এখনো আরও অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে সামনের সিরিজগুলোর জন্যে।’
প্রসঙ্গত, ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। আর অন্যদিকে সাকিব আল হাসান প্রথম ওয়ানডে খেলে চলে যান যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে।
১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর