সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৯:৫৯:৪৩

জয়ের নেশায় মরিয়া ব্যর্থ আর্জেন্টিনা

জয়ের নেশায় মরিয়া ব্যর্থ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ বুয়েনস আইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নান্দনিক খেলা উপহার দিলেও জয়ের নাগাল পায়নি স্বাগতিক আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোহীন হাই-ভোল্টেজের ম্যাচটিতে শুরু থেকে জয়ের নেশায় মরিয়া হতে দেখা যায় ম্যারাডোনার সতীর্থদের। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে পরিণত হয়। তবে আর্জেন্টিনা দল এখন কলম্বিয়া ম্যাচের দিকে তাকিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচটি জয়ের সংকল্পের কথা জানিয়েছেন দেশটির কোচ জেরার্দো মার্তিনো। ব্রাজিলের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে খুশি মার্তিনো ম্যাচ শেষে নিজের হতাশার জায়গাটিও তুলে ধরেন। “মেসি-আগুয়েরোহীন ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ইতিবাচক প্রদর্শনী ছিল। কিন্তু পয়েন্টের দিক থেকে এটা ইতিবাচক ছিল না।’ তবে পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান মার্তিনো। বলেন, “কলম্বিয়াতে জিততে হবে আমাদের।” প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের চতুর্থ ম্যাচটি কলম্বিয়ার মাঠে খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী বুধবার রাতে। ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে