সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:০১:১১

খেলার মাঠে বাবা-ছেলের অসাধারণ জুটি

খেলার মাঠে বাবা-ছেলের অসাধারণ জুটি

স্পোর্টস ডেস্ক : ইউনিসেফের চ্যারিটি ম্যাচে শনিবার ওল্ড ট্রাফোর্ডে ছেলে ব্রুকলিনের সঙ্গে মাঠে নেমেছিলেন ডেভিড বেকহ্যাম।প্রতিপক্ষ বিশ্ব একাদশে খেলেছেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহো। ৩-১ গোলে জয়ী হয় বেকহ্যামের দল। ম্যাচ শেষে বেকহ্যাম হাসিমুখে জানালেন, ওল্ড ট্রাফোর্ডে ব্র“কলিন ও রোনালদিনহোর সঙ্গে খেলার অভিজ্ঞতা তার আজীবন মনে থাকবে। চ্যারিটি ম্যাচের ৭৬ মিনিটে আসে চমক। বাবা বেকহ্যামের বদলি হিসেবে মাঠে নামেন ১৬ বছরের ব্র“কলিন। পরে বেকহ্যাম ছেলের সঙ্গে খেলতে আবারও মাঠে নামেন। একসঙ্গে খেলার অভিজ্ঞতা সম্পর্কে সাবেক ম্যানইউ ও রিয়াল তারকা বেকহ্যাম বলেন, ‘এটা বিশেষ কিছু। ছেলেকে পাস দেয়া, নিজের সঙ্গে তাকে মাঠে পাওয়াটা এককথায়, অসাধরণ।’ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ জেতার স্বর্ণমুহূর্ত স্মরণ করে এই সাবেক মিডফিল্ডার বলেন, ‘এখানে প্রিমিয়ার লীগ জিতেছিলাম। তখন ব্র“কলিনের বয়স ১৮ মাস। ওকে সঙ্গে নিয়ে পুরো মাঠ ঘুরেছিলাম। আবারও এখানে ওকে পাওয়াটা ভীষণ আনন্দের।’ ব্র“কলিনকে খেলার সুযোগ দেয়ায় সাবেক ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বেকহ্যাম। এই ম্যাচে বেকহ্যামের দল গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের কোচ ছিলেন ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে ৭৫ হাজার দর্শক দারুণ উপভোগ করেছে বাবা-ছেলের জুটি। দু’জনের মধ্যে প্রতিটি পাসে আনন্দে উত্তাল হয়ে ওঠে গ্যালারি। এএফপি। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে