সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:৩১:১৬

জিম্বাবুয়ের পেসার শোনালেন শেষ ওভারে অবিশ্বাস্য জয়ের গল্প

 জিম্বাবুয়ের পেসার শোনালেন শেষ ওভারে অবিশ্বাস্য জয়ের গল্প

স্পোর্টস ডেস্ক: গতকাল (রোববার) সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বছরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের আগে থেকেই বাংলাদেশ দলে ‘রেড এলার্ট’ জারি। যে কোন মূল্যে বছরের শেষ ম্যাচটা স্মরণীয় করবে বাংলাদেশ। দেশের জার্সি গায়ে প্রস্তুত ১১ জন রয়েল বেঙ্গল টাইগার। টসে জিতে মাঠে নামলেন তামিম-ইমরুল । বাংলাদেশ দল তুলে নিলেন ১৩৫ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ধুঁকতে দেখা যায় জিম্বাবুয়েন ব্যাটসম্যানদের। আল আমিন-মুস্তাফিজের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয় চিগুম্বুরারা। তবে মুস্তাফিজুর রহমানের করা জিম্বাবুয়ের ইনিংসের ১৯তম ওভারের পর বাংলাদেশের জয় খুব স্বাভাবিকই হয়ে উঠেছিল। ৬ বলে জিম্বাবুয়ের দরকার তখনো ১৮ রান। কিন্তু শেষ ওভারের বোলার নাসির হোসেনকে কোনঠাসা করে জয় তুলে নেন জিম্বাবুয়ে পেসার নেভিল মাদজিভা। এক বল বাকি থাকতেই জিম্বাবুয়ের ঝুলিতে সফরের প্রথম জয়টি পুরে দেন মাদজিভা। আর ম্যাচ শেষে জানালেন নাসির হোসেনকে দেখেই সাহস পান তিনি। কারণ স্পিনারদের বিপক্ষে লড়তেই মজা পান ম্যাচের নায়ক ডানহাতি এই পেসার। মাদজিভা বলছেন, ‘আমি যখন দেখি নাসির বোলিংয়ে এলো তখন আমি নিজেই নিজেকে বলেছি, যে কোন মূল্যে আমাকে স্ট্রাইকে যেতে হবে। আমার বিশ্বাস ছিল আমরা ম্যাচটা জিতব। আমি স্পিনারদের মোকাবেলা করাটা বেশি উপভোগ করি। আমি নিজেকে বলেছি জয় নিয়ে আমি আমার দেশে ফিরব।’ শেষ ওভারে ১৮ রান দরকার হলেও কোন চাপ অনুভব করেননি বলে জানান মাদজিভা, ‘ ম্যাচের শেষ ওভারে আমি কোন ধরণের চাপ অনুভব করেনি। তবে জিতার জন্য আমার শতভাগ বিশ্বাস ছিল। আপনি যদি ১৯ তম ওভার দেখেন মোস্তাফিজকে লড়ছিলাম আমি। তার স্লোয়ার বলগুলো বুঝতে কষ্ট হচ্ছিল আমার। তবে অন্যান্য বোলারদের বিপক্ষে আমি বিশ্বাসী ছিলাম।’ ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে