সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১১:০২:০৬

তবুও খেলার ধরণ পাল্টাবে না আর্জেন্টিনা

 তবুও খেলার ধরণ পাল্টাবে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ বুয়েনস আইরিসে সফরকারী ব্রাজিলের বিপক্ষে প্রাণপনে লড়াই করেও জয়ের দেখা পায়নি স্বাগতিক আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচে জয়শূন্য দলটি এখন জয়ের নেশায় মরিয়া। যে কোন মূল্যে পরবর্তী ম্যাচে জয় শিকার করতে চায় তারা। তবে সে লক্ষ্যে খেলার ধরনে পরিবর্তন আনতে নারাজ কোচ জেরার্দো মার্তিনো। ওই ম্যাচ শেষেই কোচ মার্তিনো জানান, ‘অমরা প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে যে কোন মূল্যে জয় চাই। তবে খেলার ধরন আগের মতোই রেখে।’ আর্জেন্টিনার লক্ষ্য থাকবে ম্যাচের নিয়ন্ত্রণ আনা। আর কলম্বিয়া এমন একটি দল যারা আর্জেন্টিনাকে অনেক বেশি আক্রমণ করবে। এ ব্যাপারে ম্যাসচেরানোর শীর্ষ মার্তিনো জানান,“কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি ব্রাজিল ম্যাচের মতো হবে না। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই। কিন্তু আমার বিশ্বাস, এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা অনেক বেশি আক্রমণ করবে।” পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকলেও কিঞ্চিত চিন্তিত নন মার্তিনো, “আমরা কি খুঁজছি, তা আমরা জানি আর (পয়েন্ট) টেবিল আমাদের লক্ষ্য বদলাতে পারবে না।” ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে