সেই লিটন দাসের কারণেই জিম্বাবুয়ের কাছে শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক : সেদিন সব কিছুই যেন ছিল বাংলাদেশের পক্ষে। হারের কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু কেন এই হার? এই নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে এই আসর নিয়ে অনেক প্রত্যাশা ছিল বিসিবির। কিন্তু জিম্বাবুয়ের কাছে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।
শেষ টাইগারদের সব শক্তি এভাবে ম্লান হয়ে যাবে! এটা মানতে পারছেন না টাইগার শিবিরও। মাশরাফি বিন মতুর্জাও মেনে নিতে পারছেন না জিম্বাবুয়ের সাথে শেষ টি-টোয়েন্টি ম্যাচে এমন পরাজয়।
চলছে এই হার নিয়ে নানা বিশ্লেষণ। দেখা যায় বাংলাদেশ বড় রানের টার্গেট দিতে পারে নি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও ১৩৬ রানের টার্গেট সন্তোষজনক নয়।
অন্যদিকে দেখা যায়, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৭ রান ও দুটি ক্যাস লুফে নেয় লিটন দাস ছিল না এই একাদশে। এর আগে যে চারটি ম্যাচে জয় পায় বাংলাদেশ সেখানে একাদশে ছিলেন লিটন।
বাংলাদেশ হারের পর বাস্তবতা নয় আবেগও চলে আসছে সামনে। সেই আবেগের একটি উক্তি যেন লিটন দাসের কারণে বা অভাবেই কি শেষ ম্যাচে লজ্জা পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচ গুলোতে লিটন কি ভাগ্যবান মানুষ হয়ে একাদশে ছিলেন? এটা মানতে নারাজ মাশরাফিরা। মাশরাফি বলেছেন, শেষ ম্যাচে দারুণ খেলেছে জিম্বাবুয়ে।
আর একটি অবাক হওয়ার বিষয় হলো, শেষ ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের মাজিবা। অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন ওয়েলার। এমন সমাপ্তি কেউ চায়নি মাশরাফিদের কাছে।
তবে সেই লিটন দাসের কারণেই কি জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ! এমন আবেগিত উক্তিকে ম্লান করে দেয়ার জন্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার কোনো বিকল্প নেই টাইগারদের।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�