সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১২:৩১:২৩

মাশরাফির সহজ স্বীকারোক্তি ‘১৫০ হলে ভালো হতো’

মাশরাফির সহজ স্বীকারোক্তি ‘১৫০ হলে ভালো হতো’

স্পোর্টস ডেস্ক: বছরের শেষ ম্যাচটা ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বাংলাদেশি টাইগাররা। সফরকারী জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিওতেও লজ্জায় ফেলতে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছিলেন তামিম-ইমরুলরা। লক্ষ্য একটাই যে কোন মূল্যে আবারো হোয়াইটওয়াশ এবং বছররের শেষ ম্যাচটা স্মৃতির পাতায় লেখা। সবকিছুই ঠিকঠাক ছিল। মিরপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এনামুল হকের ভালো ব্যাটিংয়ে সফরকারীদের ১৩৬ রানের টার্গেট ছুঁড়ে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যর্থতার পরিচয় দেয় চিগুম্বুরারা। একে একে হারিয়ে ফেলেন ৭টি উইকেট। কিন্তু ম্যাচের শেষ ওভারের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন জিম্বাবুয়ে পেসার নেভিল মাদজিভা। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মনে করেন ব্যাটসম্যানরা ভালো ও দায়িত্বশীল ব্যাটিং করলে স্কোর বোর্ড আরো সমৃদ্ধ হতো। ১৫০ রান হলে ম্যাচটি জয়ের সম্ভাবনা থাকার কথাও বলেছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের নিজের ভাষ্যমতটা প্রকাশ করেন ঠিক এভাবে, ‘পিচে ব্যাটিং করা এতোটা সহজ ছিল না। তার মানে এই নয় যে, এই ১৩৫ রান হবে। ১৫০ রান হলে ভালো হতো।’ ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে