সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০১:১২:৫৮

১১২ বছরের রেকর্ড ভাঙলেন রস টেইলর

১১২ বছরের রেকর্ড ভাঙলেন রস টেইলর

স্পোর্টস ডেস্ক: পার্থ টেস্টে একের পর এক অনন্য কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান রস টেইলর। তৃতীয় দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এমনকি পার্থে সফরকারী ব্যাটসম্যান হিসেবেও প্রথম রেকর্ড গড়লেন এই ডানহাতি ব্যাটসম্যান। চতুর্থ দিনে ‘নার্ভাস ২৯০’ রানে আউট হয়ে ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হয়েছেন টেইলর। এই অনন্য কীর্তি গড়তে টানা দেড় দিন ব্যাট করতে হয়েছে তাকে। তার পরও হয়তো শুধু তৃপ্তি নয়, এই ইনিংসের কথা মনে পড়লে আজীবন তার বুকের কোণে জেগে উঠবে খানিকটা আক্ষেপও। ক্যারিয়ার সেরা ইনিংসটি জাগিয়ে তুলবে তীরে এসে তরী ডোবার অনুভূতিও। একজন ব্যাটসম্যানের বহু আরাধ্য ট্রিপল সেঞ্চুরি যে ছিল মাত্র ১০ রান দূরে! চতুর্থ দিন লাঞ্চের আগে ২৯০ রানে আউট হয়েছেন টেইলর। দিনের শুরুটা ২৩৫ রানে শুরু করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৫১০। টেইলরের ব্যাটে যথারীতি ছিল নির্ভরতা; তবে তার অন্যপ্রান্তে উইকেট পড়ছিল নিয়মিত। সকালেই আউট হলেন আগের দিনের অপরাজিত মার্ক ক্রেইগ, ফিরে গেলেন ম্যাট হেনরিও। টিম সাউদি কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন টেলরকে। কিন্তু ২১ রান করে মিচেল স্টার্ককে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাউদিও। তার পর শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামে বোল্ট। তিনি যখন উইকেটে গেলেন, টেইলরের রান তখন ২৭৭। শেষ জুটিতে ৩৭ রান উঠে গিয়েছিল; বোল্ট নিজে করলেন ২৩।কিন্তু শেষ পর্যন্ত নাথান লায়নের বল স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে তাই ক্যাচ দিলেন মিড উইকেটে। দারুণ এক স্লাইডিং ক্যাচ নিলেন অতিরিক্ত ফিল্ডার জোনাথন ওয়েলস। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সফরকারী ব্যাটসম্যানদের সেরা পাঁচ ইনিংস ব্যাটসম্যান রান মাঠ সাল রস টেলর (নিউজিল্যান্ড) ২৯০ পার্থ ২০১৫ টিপ ফস্টার (ইংল্যান্ড) ২৮৭ সিডনি ১৯০৩ ব্রায়ান লারা (উইন্ডিজ) ২৭৭ সিডনি ১৯৯৩ ওয়ালি হ্যামমন্ড (ইংল্যান্ড) ২৫১ সিডনি ১৯২৮ শচীন টেন্ডুলকার (ভারত) ২৪১* সিডনি ২০০৪ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সেরা পাঁচ ইনিংস ব্যাটসম্যান রান মাঠ সাল লেন হাটন (ইংল্যান্ড) ৩৬৪ ওভাল ১৯৩৮ রস টেলর (নিউজিল্যান্ড) ২৯০ পার্থ ২০১৫ টিপ ফস্টার (ইংল্যান্ড) ২৮৭ সিডনি ১৯০৩ ভিভিএস লক্ষ্মণ (ভারত) ২৮১ কলকাতা ২০০১ ব্রায়ান লারা (উইন্ডিজ) ২৭৭ সিডনি ১৯৯৩ ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে