সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০২:০৬:২০

এবার গণমাধ্যমের ওপর চটেছেন উমর আকমল

এবার গণমাধ্যমের ওপর চটেছেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক: আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানি হার্ড হিটার ব্যাটসম্যান উমর আকমলকে স্বল্প আসরের ম্যাচ টি-টোয়েন্টি থেকে বহিষ্কার করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। তবে গণমাধ্যমের অতিরিক্ত বাড়াবাড়িতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে বহিষ্কার করেছে বলে অভিযোগ এই মারকুটে ব্যাটসম্যানের। এছাড়া এমন ঘটনায় আকমল খুব ব্যথিত ও ক্ষুদ্ধ। আসছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি২০ থেকে আকমলকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ায় ডানহাতি এ ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, কয়েদ-ই-আজম ট্রফি আসর চলাকালে হায়দ্রাবাদে এক নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তেযোগ দেন আকমল। তবে তার ওপর আনা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন যদি ঘটনা সত্যি হয় তাহলে আমি ক্ষমা চাইবো। ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে