স্পোর্টস ডেস্ক: আহত ব্রিটিশ সৈনিকদের সাহায্যার্থে ওভালে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে দু’দলে ভাগ হয়ে টি-২০ ফরমেটে অংশ নিয়েছিলেন ক্রিকেট বিশ্বের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা। স্ট্রস-শেবাগ-গিবস-ধোনিদের গড়া হেল্প ফর হিরোজ ৪ উইকেটে হারিয়েছে হেইডেন-লারা-জয়াবর্ধনেদের নিয়ে গড়া বিশ্ব একাদশকে। প্রদর্শনী এই ম্যাচটি ২০’হাজার দর্শকের কাছ থেকে সংগৃহীত তিন লাখ পাউন্ড আহত বৃটিশ সৈনিকদের সাহায্যার্থে দান করা হয়।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে বিশ্ব একাদশ। দলের পক্ষে ম্যাথু হেইডেন ৩৪, গ্রায়েম স্মিথ ৮, ব্রায়ান লারা ১৫, মাহেলা জয়াবর্ধনে ৪৮, ব্রেন্ডন ম্যাককালাম ১০, স্কট স্ট্রাইরিস ৪ ও করপোরাল ওয়ারি ২ রান করেন।
হেল্প ফর হিরোজের পক্ষে ২টি করে উইকেট লাভ করেন ড্যারেন গফ ও আজহার মাহমুদ। এছাড়া গ্রায়েম সোয়ান ১টি উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখেই জয়ের স্বাদ পায় হেল্প ফর হিরোজ। দলের পক্ষে ধোনি ৩৮, এন্ড্রু স্ট্রস ২৬, বীরেন্দার শেবাগ ৩০, হার্শেল গিবস ৮, ড্যামিয়েন মার্টিন ৬, মেজর গ্রিন ১৩ ও দাওইদ মালান ২২ রান করেন। বিশ্ব একাদশের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি ৩টি, স্ট্রাইরিস ২টি ও আব্দুর রাজ্জাক ১টি করে উইকেট শিকার করেন।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর