সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৬:২৭:৩০

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে কঠোর নিরাপত্তা বলয়

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে কঠোর নিরাপত্তা বলয়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফুটবল ম্যাচকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও র‌্যাব। খেলার সময়ে সবধরণের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন মতিঝিল অপরাধ বিভাগের ডিসি মো. আনোয়ার হোসেন। স্টেডিয়ামের সবগুলো গেটেই বসানো হয়েছে আর্চওয়ে। আর্চওয়ের তল্লাসী পেরিয়ে ভেতরে ঢুকতে দেয়া হবে দর্শকদের। ষ্টেডিয়াম ও আশপাশের প্রায় সব এলাকায় সিসি ক্যামেরার কাভারেজ রাখা হয়েছে বলেও জানান তিনি। যেন কেউ কোনো অপরাধ ঘটালে সহজেই তাদের সনাক্ত করা যায়। মাঠের বাইরে অবস্থান নেবে এলিট ফোর্স র‌্যাব। খেলা শুরুর আগে খেকেই ওই এলাকায় সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া যে পথ দিয়ে খেলোয়াড়রা আসা যাওয়া করবেন বন্ধ থাকবে সেই পথও। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে সন্দেহভাজনদের চলাফেরা মনিটর করা হবে সার্বক্ষণিক। কোনো ধরনের হুমকি না থাকলেও হুমকি বিবেচনায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে