সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৬:৫৯:২৭

পাকিস্তান এখনও অনড়

পাকিস্তান এখনও অনড়

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ভারতের মাটিতে খেলা কোনোমতেই সম্ভব নয়। দ্বিপাক্ষিক এই সিরিজ সংযুক্ত আরব আমিরাতের আয়োজন করতে চায় পিসিবি। পাকিস্তানের কেউ যেতে রাজি নয় বলে হোম সিরিজগুলো অন্য কোথাও আয়োজন করে চলেছে পিসিবি। বেশির ভাগ ক্ষেত্রে আরব আমিরাতই তাদের বর্তমান ঠিকানা হয়ে উঠেছে। তবে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজটা ইংল্যান্ডে গিয়েই খেলেছিল তারা। গত বাংলাদেশ সফরটাও তাদেরই হোম সিরিজ ছিল দাবি করে বড় অঙ্কের টাকাও বিসিবির কাছ থেকে নিয়েছে পিসিবি। হোম সিরিজ আয়োজনে লাভের অঙ্ক আয়োজক দেশই পায়। টিভি সম্প্রচার, টিকিট, সিরিজ ও স্টেডিয়াম স্পনসর থেকেও আসে বড় টাকা। সবচেয়ে বড় অঙ্কটা আসে টিভি সম্প্রচার থেকে। এখানেও বেঁধেছে ঝামেলা। ভারতে যত ম্যাচ হবে, সবগুলো সম্প্রচারের স্বত্ব আছে স্টার স্পোর্টসের। ওদিকে পাকিস্তানের হোম সিরিজের অফিসিয়াল সম্প্রচারক টেন স্পোর্টস। ভারত-পাকিস্তান সিরিজ এমনিতেই খুবই লাভজনক। স্টার স্পোর্টস বলতে পারে, ম্যাচ যেহেতু ভারতে হচ্ছে আমরাই সম্প্রচার করব। ওদিকে টেন স্পোর্টস বলে দিয়েছে, সিরিজ যেখানেই হোক, এটা যদি পাকিস্তানের হোম সিরিজ হয়, তাহলে চুক্তি অনুযায়ী তারাই সম্প্রচার করবে। ভারতের আপত্তির কারণ হিসেবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর দাবি করেছেন, আরব আমিরাতে খেলার অনুমতি দেবে না ভারত সরকার। এই যুক্তি মানতে পারছেন না শাহরিয়ার খান। গত বছরই আরব আমিরাতে আইপিএল আয়োজন করেছে বিসিসিআই। তখন খেলতে পারলে এখন সমস্যা কী? ২০০৭ ও ২০১২ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। ভারতের কাছে দুটো হোম সিরিজ পাওনা আছে পাকিস্তানের। সামনে ভারতের যে ব্যস্ত সূচি, ডিসেম্বরের মধ্যে এই সিরিজটি না খেললে পরে সময় বের করাই কঠিন হয়ে যাবে। পাকিস্তান টেস্ট বাদ দিয়ে আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হলেও খেলতে রাজি। সূত্র: ক্রিকইনফো। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে