বাংলাদেশ ক্রিকেটের এক যুগ আগের কথা
স্পোর্টস ডেস্ক: এক যুগ আগের কথা। একটি জয় তখন বাংলাদেশের ক্রিকেটে দিবা স্বপ্নের মতো। ঠিক তখনই অথাৎ ২০০৩ সালে চার বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পান অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর। নিজের ক্রিকেট মেধা আর কৌশলে অনেকটাই পাল্টে দেন বাংলাদেশ দলকে। তার সময়ে প্রথম বারের মতো টেস্ট জয়, বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অস্ট্রেলিয়া দলকে ওয়ানডেতে হারানোর গৌরব কিংবা অনেকটাই রূপকথার মতো ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাথে সুপার এইটে খেলা। মাঠে ক্রিকেটারদের এই দক্ষতার পেছনে প্রধান কারিগর ছিলেন ডেভ হোয়াটমোর। ক্রিকেট আকাশে সাফল্যের পতাকাটা উড়াতে তিনি শিখিয়েছিলেন।
ডেভ হোয়াটমোর বলেন, আমার ঐ দলটা খুব বেশি পরিশ্রম করতো। ফিল্ডিংয়ে দারুণ ছিলো। তাই আসতে আসতে ইতিবাচক ফল পাই। আর এখন ওরা অনেক পরিণত। তার অন্যতম কারণ, বিসিবি একাডেমী,'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম ঠিক ভাবে এগিয়েছে। আমার জানা মতে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আগের থেকে এখন অনেক প্রতিদ্বন্দিতাপূর্ন। তাই আন্তর্জাতিক মানের ভাল মানের ক্রিকেটার বেরিয়ে আসছে।
দূর থাকলেও, বাংলাদেশের ক্রিকেটের খবর ঠিকই নেন ডেভ। তাই তো সম্প্রতি মাশরাফির দলের রাজসিক ক্রিকেটে দারুণ উচ্ছ্বসিত। তার মতে, ওয়ানডেতে পরিণত দল বাংলাদেশ। তাই প্রশ্ন ছিলো। টি-টোয়েন্টিতে নয় কেন?
তিনি আরও বলেন, আইপিএল-এর মতো আসরের যারা নিয়মিত খেলে তারা এই ফরম্যাটে সবচেয়ে কার্যকরী খেলোয়াড়। যেমন সাকিব আল হাসান, সে এই ফরম্যাটের জন্য আদর্শ ক্রিকেটার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সময়ে নিয়ে ফরম্যাটটা বুঝে এগোতে পারলেই প্রত্যাশিত ফলাফল আসবে।তার হাত ধরেই মুশফিক,তামিম আর সাকিবের মতো তারকা ক্রিকেট বিশ্ব মঞ্চে। শিক্ষক হিসেবে কে ছিলো প্রিয় ছাত্র?এদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালবাসা মুগ্ধ করেছে ডেভকে। তাই সুযোগ পেলে আবারও আসতে চান বাংলাদেশে।
১৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস