বিপিএল ইস্যুতে সাকিব ভক্তদের জন্য সুখবর
স্পোর্টস ডেস্ক: সব ঠিক থাকলে আগামী ২২ তারিখে মাঠে গড়াচ্ছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আগামী ২০ নভেম্বর উদ্বোধন হবে জমজমাট এই টি২০ আসর। তবে দেশের মাটিতে হতে যাওয়া এই বিশাল টুর্নামেন্টকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেই স্ত্রী-সস্তানের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে যুক্তরাষ্ট্র থেকে আগামী ২০ অথবা ২১ নভেম্বর দেশে ফিরবেন বাঁ-হাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার। অর্থ্যাৎ ভক্তরা সাকিবকে এবারের বিপিএলে পাচ্ছে।
ফলে বিপিএলের তৃতীয় আসরের প্রথম থেকেই সাকিবকে পেতে যাচ্ছে রংপুর রাইডার্স। রংপুরের আইকন খেলোয়াড় হচ্ছেন সাকিব। বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও প্রথম ম্যাচে তাকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম। সোমবার রাজধানীর গুলশানে ফ্রেশ সিমেন্টের কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কন্যা সস্তানের মুখ দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। বর্তমানে স্ত্রী ও কন্যাকে সময় দিতে সেখানে অবস্থান করছেন তিনি। তবে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম ম্যাচ থেকেই সাকিবের খেলা দেখতে পারবেন দর্শকরা বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান।
বিপিএলের প্রথম ম্যাচে সাকিবের খেলা প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। বিপিএলে রংপুরের অধিনায়ক সাকিব। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন প্রথম ম্যাচের আগের দিন অর্থাৎ ২১ নভেম্বর ঢাকায় থাকবেন তিনি। তাই প্রথম দিন থেকেই খেলবেন সাকিব।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ শেন জার্গেনশেন রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশে আসছেন বলেও জানান রফিকুল ইসলাম। এছাড়া দলটির সহাকারী কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক।
দেশি ও বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। সাকিব ছাড়াও জাতীয় দলের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং বাঁহাতি স্পিনার আরাফাত সানিও আছেন এই দলে।
রংপুর রাইডার্সের বিদেশি খেলোয়াড় সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি ও ব্যাটসম্যান ল্যান্ডল সিমন্স, শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অফস্পিনার সচিত্রা সেনানায়েকে এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে সক্ষম হয়েছে রংপুর।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�