সৌম্য বিপিএল খেলতে পারবে তো?
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। সব ঠিক থাকলে আগামী ২০ তারিখে পর্দা উঠবে আর মাঠে বল গড়াবে ২২ তারিখে। কিন্তু বাংলাদেশের তারকা ক্রিকেটর সৌম্যের ভাগ্যে এবারের বিপিএল খেলা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। বা পাঁজরের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ শেষ পর্যন্ত আর খেলতে পারেননি বাঁহাতি এই তরুণ ওপেনার।
তারপর থেকেই খেলার বাইরে আছেন তিনি। এখনো পুরোপুরি ‘ফিট’না হলেও মঙ্গলবার থেকে ব্যাটিং-বোলিং শুরু করবেন সৌম্য। বিপিএলের শুরু থেকেই খেলতে পারবেন বলে আশাবাদী তরুণ এই ওপেনার।
পাঁজরের চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সোমবার মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন রংপুর রাইডার্সের অনুশীলনে। কথা বললেন সতীর্থ ও কর্মকর্তাদের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, নিজের রোমাঞ্চ ও স্বপ্নের কথা।
সোমবার মিরপুর একাডেমি মাঠে নিজের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘কাজ করে যাচ্ছি আমি। ব্যথা আগের মত নেই। এমনিতে মাথায় একটা ব্যাপার থাকেই যে, এই জায়গাটায় ব্যথা আছে। তখন হয়ত অনুভূত হয়। তবে আগে থেকে এখন অনেক ভালো।’
২২ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সৌম্যর দল রংপুর রাইডার্স। সময় খুব বেশি না থাকলেও প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার ব্যাপারে আশাবাদী তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘যেভাবে কাজ চলছে তাতে শুরু থেকে খেলার ব্যাপারে আমি আশাবাদী। মঙ্গলবার থেকে ব্যাটিং-বোলিং শুররু করব। তবে এখনো একটা ডাক্তারের রিপোর্ট বাকি আছে। পেলে জানতে পারব কত দিন লাগবে।’
বিপিএলে এবার সৌম্যকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। গত ২২ অক্টোবর বিপিএল ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ লটারিতে সবার আগে ডাকার সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ডাকেই সৌম্যকে দলে নিতে একটুও সময় নেয়নি দলটি।
এ বিষয়ে সৌম্য বলেন, ‘বিপিএলে প্রথম ডাকেই যখন আমাকে নেয়া হলো, সত্যি বলতে, নিজের কাছে মনে হয়েছিল যে হয়ত কিছু একটা করতে পেরেছি। কিংবা কিছু হয়েছি বা হতে যাচ্ছি, এজন্যই আমাকে নিয়ে আগ্রহ। দায়িত্বের জায়গাটাও বেড়েছে। শুধু একবার নয়, বারবারই যেমন প্রথমেই আমাকে ডাকা হয়, আমি সেই চেষ্টা করব।’
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�