ভারতে খেলতে যাবে না পাকিস্তান: পিসিবি
স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডিসেম্বরে ভারতে আসছে না পাকিস্তান। একটি ক্রিকেট ওয়েবসাইট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন ভারতে খেলতে যাওয়ার কোনও প্রশ্নই নেই।
গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান দাবি করে ছিলেন বিসিসিআই নাকি পাকিস্তান কে ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজের আমন্ত্রণ জানিয়েছে। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।
২০১৪ সালে বিসিসিআই ও পিসিবি-এর মধ্যে স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী এই বছর দ্বিপাক্ষিক সিরিজের দায়িত্ব ছিল পাকিস্তানের। নিরাপত্তার জন্য পাকিস্তান এখন তাদের সব সিরিজই সংযুক্ত আরব আমিরাতে খেলছে।
ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানিয়ে ছিলেন সরকারি বিধি নিষেধের জন্য ইউএই-তে খেলতে যাওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। গত মাসে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলে ছিলেন ‘সন্ত্রাসের পরিবেশে’ দু’দেশের মধ্যে কোনও ক্রিকেট সম্ভব নয়।
অক্টোবরে শশাঙ্ক মনোহর বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলেছে। নিরাপত্তা ছাড়াও এই মুহূর্তে দু’দেশের ক্রিকেট বোর্ডের বিরোধে চলে এসেছে বর্ডকাস্ট রাইট-এর প্রসঙ্গও।
১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস