স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে উড়ে গেছে স্বাগতিকরা।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরব আমিরাতের কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ।এদিন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ মাজিদ রশিদ হ্যাটট্রিক করেন। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ শাওন।
শক্তিতে এগিয়ে থাকা আরব আমিরাত শুরু থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয় মিনিটে তাদের প্রথম আক্রমণটি কর্নারের বিনিময়ে রক্ষা করে বাংলাদেশ।
আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে এই ম্যাচে খেলতে পারেনি বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক ফয়সাল আহমেদ। বদলি গোলরক্ষক নূর আলম দলকে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করেন। তবে স্বাগতিকদের জাল একাদশ মিনিট পর্যন্তই অক্ষত রাখতে পারেন তিনি।
ম্যাচের দ্বাদশ মিনিটে আরব আমিরাতকে এগিয়ে দেন আবদুল্লাহ আল মাকবি। ৬ মিনিট পর আবার গোল পায় তারা। ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন আমিরাতের অধিনায়ক মাজিদ। ২২ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বারের মতো বল পাঠায় আমিরাত।
৩৯তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আমিরাতের আলি সালেহ। এই স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল কদিন আগেই অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ। সারোয়ার জামান নিপুর পাস থেকে গোল করে ব্যবধান কমান শাওন।
গোল খেয়ে যেন আরও খুনে মেজাজ নিয়ে আবির্ভূত হয় আমিরাত। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-১ করেন মাজিদ রশিদ। গোলটি তিনি করেন পেনাল্টি থেকে।
পাঁচ মিনিট পর ফ্রি-কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাজিদ রশিদ। এরপর আরও কিছু ভালো আক্রমণ করে তারা। তবে বাংলাদেশের গোলরক্ষক নুর আলমের দৃঢ়তায় আর গোল পায়নি অতিথি দল। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস