লম্বা ইরফানের অন্যরকম সাক্ষাৎকার
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ ইরফানকে অভিষেক ম্যাচে দেখেই পুরো বিশ্ব চমকে যান তার উচ্চতা দেখে। সাত ফুট এক ইঞ্চির বিশাল শরীরের বৌদলেতে সহজেই বাউন্স ছোঁড়ে ব্যাটসম্যানদের নাজেহাল করে দেন তিনি। বিশ্বের সবচেয়ে লম্বা এই ক্রিকেটারের নাগাল পেলেও মুখোমুখি কথা বলা সম্ভব হয় না, কারণ ইরফান একটু বেশিই লম্বা। ইরফান যে কতটা লম্বা আর কেউ না জানুক, গণমাধ্যমকর্মীরা সেটা ভালোই টের পান।
সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের একটি ম্যাচে এক গণমাধ্যমকর্মী ইরফানের সাক্ষাৎকার নিতে গিয়ে করলেন মজার কান্ড। অবশ্য মজার কান্ড না বলে, ‘বাস্তব সত্য’ বললেই বেশি ভালো হবে।
আবুধাবিতে অনুশীলনের একফাঁকে পাকিস্তানের এক গণমাধ্যমকর্মী সাক্ষাৎকার নেন ইরফানের। উচ্চতার বিস্তর ফারাক হওয়ার কারণেই কিনা, উঁচু বক্সে উঠে সাত ফুটি ক্রিকেটারের সামনে মাইক্রোফোন ধরেন সাংবাদিক। কম যাননি তার ডিওপিও! ক্যামেরায় সেরা ফুটেজটা নিতে তিনিও উঠেছেন বক্সের উপর। ব্যস! সমান উচ্চতায় ইরফান-সাংবাদিক।
সেখানে উপস্থিত থাকা অনেকেই এই ঘটনার ছবি তুলে ভাইরাল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেটা নিয়ে মজা করতে ছাড়েননি সতির্থ সাইদ আজমলও।
নিজের ফেসবুক ফ্যানপেজে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এভাবেই মোহাম্মদ ইরফানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছেন বাজিদ আলি। ক্যামেরাম্যান নিজেও চেষ্টা করছেন ইরফানের সেরা শটটা নেওয়ার!’
১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�