আজ অস্ট্রেলিয়া-বাংলাদেশের লড়াই, যে দিক থেকে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ঢাকার মাটিতে পা রাখে টিম অস্ট্রেলিয়া। ঢাকায় আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এই দুই দেশের লড়াই। এই লড়াই দেখার জন্য উদগ্রিব হয়ে আছে টাইগারপ্রেমীরা।
নানা ঘটনার মধ্যে দিয়ে অবশেষে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া। সাফল্য পাওয়ার টার্গেটেই ঢাকায় এসেছে তারা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বিকাল ৫ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দেশ।
এই ম্যাচে ঘরের মাঠের দিক থেকে এগিয়ে বাংলাদেশ। আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ লোপেজ। দলের সহ-অধিনায়ক জামাল ভূঁইয়াও ভালো করার বিষয়ে প্রত্যয়ের কথা বলেন।
তবে বাস্তবতা কোন দিকে যায় সেটি দেখার বিষয়। কেননা বাংলাদেশ বাছাইপর্বের ৬টি ম্যাচে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি। ফিফায় অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং ৬০। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং ১৮০। দুই দেশের এই লড়াই দেখতে অধীর আগ্রহ ফুটবলপ্রেমীদের। মামুনুলদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ এটি।
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর