মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১১:০৩:০২

ক্রিকেটে পিছিয়ে, এবার বিশ্বরেকর্ড করে তাক লাগিয়েছে আরব আমিরাত

ক্রিকেটে পিছিয়ে, এবার বিশ্বরেকর্ড করে তাক লাগিয়েছে আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : মাত্র আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। ক্রিকেট নেই তাদের বড় কোনো সাফল্য। ২০১৫ বিশ্বকাপে সাইমান আনোয়ারদের দেখার সুযোগ পায় ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের নতুন শক্তি হয়ে ওঠার আভাস দিচ্ছেন ওমর আলীরা। এই আরব আমিরাত এবার ইতিহাসের সাক্ষী। আইসিসিতে অনন্য রেকর্ড এবার তাদের দখলে। আরব আমিরাতকে এই কীর্তি অর্জণে সহায়তা করেছে পাকিস্তান। অন্যদিকে আরব আমিরাতের এত পরিচিতি এনে দেয়ার কাজটাও করেছে পাকিস্তান। ২০০৯ সালের পর থেকে পাকিস্তান হোম ভেন্যু হিসাবে আরব আমিরাতের বিভিন্ন স্টেডিয়ামকে ব্যবহার করেছে। সবচেয়ে বেশি ব্যবহার করেছে শারজাহ স্টেডিয়ামকে। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম ঐতিহাসিক স্টেডিয়ামের মর্যাদা পেয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে এই সারজা। এরইমধ্যে ২১৯টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যা বিশ্বের যে কোনো স্টেডিয়ামের তুলনায় সর্বাধিক। ১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে