স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল নিজের সেরা দিনে জ্বলে ওঠেন আপন প্রতিভায়। বিপিএল আসরে নিজ দলের হয়ে ওপেনার হিসাবে ব্যাট করবেন তামিম ইকবাল।
শেষ সময়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে সম্পর্ক যাচ্ছে ভিন্ন মেরুতে। ভিন্ন দিকে যাচ্ছে তাদের বিশেষ সম্পর্ক। ক্রিকেট না হলে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কখনো বন্ধু হয়ে উঠতেন না।
জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাকিব ও তামিম ইকবালের মধ্যে কতটা বন্ধুত্ব সেটা ক্রিকেট বিশ্বের সবার জানা। একই দলের হয়ে তারা প্রতিপক্ষতে গায়েল করেছেন। তামিম ব্যাটে ও সাকিব ব্যাট ও বল দুটিতেই। বিশ্বের অন্যান্য সব ক্রিকেটারদের মধ্যে সাকিব যে অনন্য তা আইসিসিতে সাকিবের অবস্থানই পরিস্কার করে দেয়।
শুধু সাকিবের দিকে দৃষ্টি দিয়েই বলা হয় দল গঠনের দিক থেকে রংপুর এগিয়ে। এর আগে আভাস পাওয়া যায় সাকিব বিপিএল শুরুর সপ্তাহ খানেক পর দেশে ফিরবেন।
কিন্তু না সোমবার তিনি ঘোষণা দিয়েছেন রংপুরের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি। ২২ নভেম্বর তামিমের চিটাগাং ভাইকিংসের সাথে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স লড়াইয়ে মেতে উঠবেন। সাকিব ফোনে বলেছেন তিনি ২১ নভেম্বরই ঢাকায় থাকবেন। তামিদের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলবেন।
সাকিব যেন তামিমদের মনে ভয় প্রবেশ করালেন। কেননা খেলার মাঠে আর একমুখি নয় এবার ভিন্ন দিকেই যাচ্ছে তাদের সম্পর্ক। সাকিব তামিমকে বোল্ড করতে পারলেই হয়তো খুশি হবেন এবার!
অন্যদিকে তামিম ইকবাল হয়তো চাইবেন সাকিবের বল পিটিয়ে সুতো বের করতে। এমন এক লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। আর তামিম ও সাকিবের বিপরীতমুখি লড়াইয়ের মাধ্যমে বিপিএল শুরু বিশেষ আকর্ষণ তো থাকছেই ম্যাচের খুটিনাটি জানতে-।
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর