মাশরাফিদের উচিৎ শিক্ষা দিলেন তরুণ টাইগাররা
স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে কয়েকদিন আগে লজ্জাজনক এক ব্যর্থতার চিত্র আঁকে মাশরাফিরা।
দূরের কেউ নয় বাংলার অন্য এক দল দামাল ছেলেরাই উচিৎ শিক্ষা দিয়েছেন তাদের। এই শিক্ষা ধারন করে রাখার জন্যই! ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে কথা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ খুবই পিছিয়ে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয় নম্বরে। অন্যদিকে জিম্বাবুয়ে দশ নম্বরে। ধারনা করা হয় যে, ওয়ানডের মত টি-টোয়েন্টিতেও ভালো করবে বাংলাদেশ।
কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টিতে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। যোগ হয় কলঙ্ক। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট জয় পায় বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে রুখে দিয়েছে তারা। যখন ২ বলে ৬ রান দরকার তখন প্রথম বলটিতে ছয়ে পরিণত করেই দাপট দেখিয়ে রঙিণ বিদায় টানে জিম্বাবুয়ে।
২০১৬ সালে যেমন হবে জাতীয় টিমগুলোর একটি বিশ্বকাপ আসর তেমনি অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসর। হয়তো এই টি-টোয়েন্টি আসরে অংশ নেয়ার আগে অন্যকোনো দেশকে প্রতিপক্ষ হিসাবে নাও পেতে পারে মাশরাফিরা।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল খুবই ভালো খেলছে। যে কোনো ক্রিকেট শক্তিকেই কাঁদিয়ে দেয়ার অভ্যাস রয়েছে তাদের। সম্প্রতি দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৪-০ তে হোয়াইট ওয়াশ করেছে তারা।
বছর ঘুরলেই দেশের মাটিতে শিরোপা জয়ের জন্য লড়বে তারা। বাংলাদেশ জাতীয় দলের তুলনায় তরুণদের নিয়ে গড়া এই দলটি বেশ সফল। টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও দারুণ ফর্মে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ টিম।
জাতীয় দল ওয়ানডেতে কিছুটা উজ্জ্বল হলেও টেস্ট ও টি-টোয়েন্টি যেন আঁধারেই রয়েছে। আর নিজেদের পারফর্ম দিয়ে মাশরাফিদের রীতিমত উচিৎ শিক্ষা দিচ্ছেন তরুণ টাইগাররা। তবে আশাবাদ এখানে যে মিরাজরা জাতীয় দলে আসলে বাংলাদেশ টিম আরো শক্তিশালী হবে।
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�