মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০১:০৮:৫৭

পাকিস্তান-ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে রয়েছেন যারা

পাকিস্তান-ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে দুইয়ে দুইয়ে সমতায় রয়েছে পাকিস্তান-ইংল্যান্ড। সিরিজে এগিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান। শারজায় স্থানীয় বিকাল দুইটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে তৃতীয় ওয়ানডে। দুই দেশ এই সফরে ৪ টি ওয়ানডে খেলবে। মঙ্গলবারের বিজয় নিশ্চিত হার এড়াবে যে কোনো টিমের। মঙ্গলবারের লড়াইয়ে পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে দুই শিবিরেই। প্রথম ওয়ানডেতে জয় পাওয়া পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে হেলসের ব্যাটিংয়ের কাছে হার মানে। অন্যদিকে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির দ্বিতীয় ওয়ানডেতে ব্যর্থ হন। টেস্ট ম্যাচে অসাধারণ বোলিং করা ইয়াসির ওয়ানডেতে এসে অনেকটাই হারিয়ে গেছেন। ইয়াসির সেদিন ৯ ওভার বল করে ৭০ রান দিয়েছেন। থেকেছেন উইকেট শূণ্য। তৃতীয় ওয়ানডেতে পরীক্ষামূলক দলে রাখা হতে পারে তাকে। দ্বিতীয় ওয়ানডেতে ২৮৪ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান ইংল্যান্ডের ওকসের বোলিংয়ে কাবু হয়ে যায়। ওকস পান ৪ উইকেট পাকিস্তান অলআউট হয় ১৮৮ রানে। তৃতীয় ওয়ানডেতে দল সাজানোয় এসব বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন নির্বাচকরা। দেখে নিন দুই দেশের সম্ভাব্য একাদশ। ইংল্যান্ড সম্ভাব্য একাদশ : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জেমস টেলর, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, রিসে টপলি। পাকিস্তান সম্ভাব্য একাদশ : আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম, বিলাল আসিফ, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান। ১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে