হোয়াইট ওয়াশ করার আনন্দে যা বললেন ছোট্ট মাশরাফি
স্পোর্টস ডেস্ক : মিরাজরা লাল-সবুজের পতাকাকে উড়িয়ে যাচ্ছেন বারবার। মেহেদি হাসান মিরাজের হাতে বাংলাদেশের পতাকা। ক্রিকেট লড়াইয়ে দেশের মাটিতে অনন্য এক সাফল্যর পর মাঠ জুড়ে তার দৌঁড় মন-হৃদয় দুটিই কেড়ে নেয় গ্যালারির দর্শকদের।
বাংলাদেশের ক্রিক্রেটে যোগ হয়েছে বড় ধরনের একটি সাফল্য। ১১ ই নভেম্বর দেশের ক্রিকেটে একটি কীর্তি গড়েন মাশরাফিরা। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।
এর পাঁচ দিন পরেই বাংলাদেশ একই দেশকে ৪-০ তে হোয়াইট ওয়াশ করে। দেশের অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মাশরাফির এলাকা (খুলনা) থেকে উঠে এসেছেন।
সফলভাবে অনুর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে তিনি। নতুন এক মাশরাফি তথা ছোট্ট মাশরাফি হিসাবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের অনুর্ধ্ব-১৯ দলকে হোয়াইট ওয়াশ করার আনন্দে আত্মহারা তিনি।
জয়ের পর তিনি বলেন, খবরটি শুনে ভালো লাগছে। এই ম্যাচে যে রেকর্ড হবে তা আগে ভাবতেও পারিনি। ছোট্ট মাশরাফি হিসাবে খ্যাত মিরাজ বলেন, এ সিরিজে আমাদের মূল লক্ষ্যই ছিল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়া।
আর সে হিসেবে ভালোই হয়েছে। সিরিজটা দারুণ গেছে। এখন আমাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসরের জন্য এই সাফল্য ধরে রাখতে চেষ্টা করব।
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর