‘ম্যারাডোনা এখন হাঁটাচলা করতে পারছেন’
স্পোর্টস ডেস্ক : ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা অসুস্থ হয়ে পড়েন কয়েক দিন আগে। মারাত্মক অবনতি হয় তার শারীরিক অবস্থার। এখনো সুস্থ নন তিনি।
২০০০ সালেও অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ম্যারাডোনা। এখন হৃদ-আক্রান্ত ম্যারাডোনাকে নিয়ে যখন চিন্তিত গোটা বিশ্ববাসী তখন চিকিৎসকরা দিলেন খানিকটা তৃপ্তির বার্তা।
ম্যারাডোনার শল্য চিকিৎসক কার্লোস ফিলিপ চাউস বলেন, তার অপরারেশন শেষে সুস্থ হওয়ার পথে তিনি। কার্লোস বলেন, ম্যারাডোনা এখন হাঁটাচলা করতে পারছেন। তাকে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন তিনি। পরে আর্জেন্টিনার কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। ফুটবল ঈশ্বর হিসাবে আখ্যা দেয়া হয়েছে তাকে!
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর