স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের দুটি শক্তিশালী দেশ দক্ষিণ আফ্রিকা ও ভারত। দক্ষিণ আফ্রিকা প্রায় দুই মাসের জন্য ভারত সফরে আসে। ভারত সফরে এসে নানা অভিজ্ঞতা হয় দক্ষিণ আফ্রিকার।
তবে এবার একই সাথে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ধরনের সর্বনাশ হবে! ভেস্তেই গেল দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট ম্যাচ। ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচের ৩টি দিনই ভেস্তে গেল বৃষ্টিতে।
প্রথম দিনে লড়াই গড়ায় মাঠে ২১৪ রানে গুটিয়ে যায় আমলারা। প্রথমদিনেই ব্যাট হাতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮০ রানে অপরাজিত থাকে ভারত।
এখানেই সমাপ্তি। বৃষ্টির কারণে টানা তিন দিন বন্ধ থাকে ম্যাচ। এই টেস্টর করুণ মৃত্যু হয়েছে। মরা গাছে ফল ধরা যেমন অসম্ভব। তেমনি আর প্রাণ ফিরে পাওয়াও অসম্ভব এই টেস্টের।
দুই দেশের ক্রিকেট লড়ায়ে বেশ ছন্দ পতন নেমে আসে এর মাধ্যমে। যাইহোক তৃতীয় ও শেষ টেস্টের দিকেই এখন তাকিয়ে থাকবে আমলা-কোহলিরা।
১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর