স্পোর্টস ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও ভেনেজুয়েলার বিরুদ্ধে দুই ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে নিষেধাজ্ঞার কারণে দলে জায়গা হয়নি অধিনায়ক নেইমারকে। তবে কোনো কারণ ছাড়ায় দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাকে।
এদিকে, ইনজুরিতে থাকার কারণে দল থেকে বাদ পড়েছেন কাকাও। তবে ইনজুরির কারণে কোপা আমেরিকায় খেলতে না পারা অস্কার ফিরেছেন। দলে থিয়াগো সিলভা না থাকলে তার পিএসজি সতীর্থ ডেভিড লুইস ও মারকুইনহোস দলে আছেন।
কাকার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে ফিলিপে কৌতিনহোকে। তবে কার্লোস দুঙ্গা ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর নিয়মিত উপেক্ষিত থাকছেন থিয়াগো সিলভা।
ব্রাজিলের স্কোয়াড :
ডিফেন্ডার : ডেভিড লুইজ, মিরান্ডা, মারকুইনহোস, গিল, ফ্যাবিনহো, রাফিনহা, ফিলিপে লুইস ও মার্সেলো।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, ইলিয়াস, রেনাতো অগাস্টো, লুকাস লিমা, লুকাস মৌরা, উইলিয়ান, ফিলিপ্পে কৌতিনহো ও অস্কার।
গোলরক্ষক : জেফারসন, মার্সেলো গ্রোহে ও অ্যালিসন।
ফরোয়ার্ড : রবার্তো ফিরমিনো, হাল্ক ও ডগলাস কস্তা।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে