বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫১:১৭

মিরপুরের শততম ম্যাচে যাকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি

মিরপুরের শততম ম্যাচে যাকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালের ৮ই ডিসেম্বর  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলে টাইগাররা।  আর সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।  আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।  আর এই ম্যাচটি হল মিরপুরের শততম ম্যাচ।  বিশ্বের অন্য যে কোনো মাঠকে পেছনে ফেলে দ্রুততম ওয়ানডে আয়োজনের সেঞ্চুরি করল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

সেই সঙ্গে এই শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন বিসিবির অভিজ্ঞ মাঠকর্মী আব্দুল মতিনও।  আর তাইতো তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  আজ বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে বিসিবির বর্ষীয়ান গাউন্ডসম্যান আব্দুল মতিনের সঙ্গে একটি ছবি আপলোড করে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'তামিম, সাকিব আরও অনেকের ১০০ পেরিয়ে আজ মতি ভাইয়ের ১০০ নট আউট যেন বেশি আনন্দের।  অভিনন্দন মতি ভাই, ২০০-এর অপেক্ষায় আছে শেরে বাংলা...। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে