মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৬:০০:২৪

পারছে না বাংলাদেশ

পারছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলায় পারছে না বাংলাদেশ। বহুল প্রত্যাশার ম্যাচটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে মাঠে নামলেও প্রথমার্ধে্বই ভালো করতে পারেনি বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাচটি ঘিরে আগ্রহের বারুদ ফুটবলপ্রেমীদের। অস্ট্রেলিয়ার -বাংলাদেশের ম্যাচটিতে কানায় কানায় ভরপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম। স্টেডিয়ামের বাইরে সাঁটানো হয় ডিজিটাল পর্দা। ফুটবল যে কতটা প্রাচীন ও বাংলাদেশের মানুষের প্রাণের খেলা সেটা প্রমাণ করল দর্শকরাই। বাংলাদেশ শুরুটা মোটেই খারাপ করেনি। ২০১৮ বিশ্বকাপ খেলতে চাওয়ার লক্ষ্যে প্রাণপন চেষ্টায় মেতে উঠে দুই দেশ। ম্যাচের আগে সাহসী কন্ঠস্বর ছিল বাংলাদেশের কোচ লোপেজের। অন্যদিকে জয়ের কথা অস্ট্রেলিয়ার শিবিরের মুখে। তবে সর্বশেষ খবরে খেলা শুরুর কয়েক মিনিট পরেই বাংলাদেশের জালে একবার বল প্রবেশ করায় অস্ট্রেলিয়া। ১৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে