বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮:৫০

একনজরে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডের জানা-অজানা সব তথ্য

 একনজরে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডের জানা-অজানা সব তথ্য

স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালের ৮ই ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে ১১ বছরেরও কিছু বেশি সময় পর এসে ২০১৮ সালের ১৭ই জানুয়ারি ১০০তম ওয়ানডে ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশের হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

শারজাহ, সিডনি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, হারারে স্পোর্টস ক্লাব ও প্রেমাদাসা স্টেডিয়ামের পর সর্বোপরি ষষ্ঠ ক্রিকেট মাঠ হিসেবে এই মাইলফলক অর্জন করলেও দ্রুততম সময়ে ১০০টি ওয়ানডে আয়োজনের নতুন রেকর্ড গড়লো মিরপুরের এই ক্রিকেট স্টেডিয়ামটি।

দ্রুততম ১০০ ওয়ানডে আয়োজনের দিন এক নজরে দেখে নেওয়া যাক স্টেডিয়ামটির আগের ৯৯টি ওয়ানডের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান-

সবচেয়ে বেশি ম্যাচ- বাংলাদেশের হোম অব ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি স্বাভাবিকভাবে বাংলাদেশের দখলেই। এই মাঠে এখনো পর্যন্ত ৮৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর কোন দল ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে না পারলেও ২২ ম্যাচ খেলার কীর্তি রয়েছে ভারতের দখলে।

সর্বাধিক জয়- সবচেয়ে বেশি ওয়ানডে খেলার মতো সবচেয়ে বেশি ম্যাচে জয়ের অর্জনটিও বাংলাদেশের নামের পাশে লেখা। ৮৪ ম্যাচ খেলে বাংলাদেশ এখনো পর্যন্ত জয়ের দেখা পেয়েছে ৪০টি ওয়ানডেতে।

দলীয় সর্বোচ্চ স্কোর- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ইনিংসে ৩০০ বা এর চেয়ে বেশি রান হয়েছে এখনো পর্যন্ত মোট ১৩টি ওয়ানডেতে। এর মধ্যে ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের গড়া ৪ উইকেটে ৩৭০ রানের ইনিংসটি ওয়ানডেতে এই মাঠে কোন দলের পক্ষে সর্বোচ্চ রানের দলীয় ইনিংস।

সর্বনিম্ন দলীয় স্কোর- বাংলাদেশের নামের পাশে রয়েছে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ডটিও। ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫৮ রানে অল-আউটের পর ২০১৪ সালের ১৭ই জুনে ভারতের বিপক্ষে ৫৮ রানে অল-আউট হয় বাংলাদেশ। যা এই মাঠে ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন স্কোর।

সর্বাধিক রান সংগ্রাহক- বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের দখলে এই অর্জনটি। ৭২ ম্যাচে অংশ নিয়ে ৭১ ইনিংস থেকে তামিম করেছেন ২৩৮৯ রান। যা ওয়ানডেতে হোম অব ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড। ৩৪.৬২ স্ট্রাইক রেটে এই রান করেছেন তামিম।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস- বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসনের করা ৯৬ বলের দ্রুতগতির পরাজিত ১৮৫ রানের ইনিংসটি ওয়ানডেতে এই মাঠে এখনো পর্যন্ত কোন ক্রিকেটারের পক্ষে খেলা সর্বোচ্চ রানের ইনিংস।

সবচেয়ে বেশি শতক- ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি মোট পাঁচবার এই মাঠে শতক হাঁকিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল।

সবচেয়ে বেশি অর্ধশতক- শতক হাঁকানোর তালিকায় সবার উপরে থাকলেও এই তালিকায় দ্বিতীয়স্থানে অবস্থান তামিম ইকবালের। আর তার থেকে এক অর্ধশতক বেশি নিয়ে মোট ২০টি অর্ধশতকসহ সবাইকে ছাপিয়ে শীর্ষে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরও ভালো লড়াই প্রত্যাশা করেছিলেন সাকিব

সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যান- ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এই মাঠে মুশফিকুর রহিম। এখনো পর্যন্ত মোট ৩১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সংখ্যা                                  নাম
৩১                                  মুশফিকুর রহিম
৩০                                 তামিম ইকবাল
২৪                                  মাশরাফি মুর্তজা

সর্বাধিক উইকেট শিকারি- সাকিব আল হাসান। একমাত্র বোলার হিসেবে এই মাঠে ১০০ ওয়ানডে উইকেট নেওয়ার পর মোট ১০৬ উইকেট নিয়ে তালিকার সবার উপরে অবস্থান তাদের।

উইকেট সংখ্যা                        নাম
১০৬                                 সাকিব আল হাসান
৮৫                                   মাশরাফি মুর্তজা
৭৫                                    আব্দুর রাজ্জাক

সেরা বোলিং ফিগার- এই অর্জনটি ভারতের স্টুয়ার্ট বিনির দখলে। ৪.৪ ওভার বল করে ৪ রান খরচায় বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার কীর্তি তাকে সবার উপরে রেখেছে।

সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারি বোলার- অভিষেকের পর এখনো পর্যন্ত মাত্র ৯ টি ওয়ানডে এই মাঠে খেলেই এই অর্জন নিজের দখলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি এই মাঠে এক ইনিংসে এখনো পর্যন্ত সর্বমোট ৩ বার পাঁচ  উইকেট করে নেওয়ার সাফল্য পেয়েছেন।

সবচেয়ে বেশি ক্যাচ- মাহমুদউল্লাহ রিয়াদের ৬৭টি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে