বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার একচেটিয়া জয়
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। সফরকারীদের কাছে ৪-০ গোলে হেরেছে স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধেই একচেটিয়াভাবে খেলে চার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোন গোল দিতে পারেনি চারবার বিশ্বকাপ খেলা অজি ফুটবল দল। ফলে স্বাগতিকদের বিপক্ষে একচেটিয়া জয় নিয়ে মাঠ ছাড়নে সকারুরা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। সেবারও চার গোল খেয়েছিল বাংলাদেশ প্রথমার্ধে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্তু রাখে অজিরা। ম্যাচের ছয় মিনিটের মাথায় টিম কাহিলের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। হেড করে গোলটি করেন তিনি। খেলার ৩৩ মিনিটের মাথায় বাংলাদেশের জালে দ্বিতীয় বারের মতো বল স্পর্শ করান টিম কাহিল। ৩৭ মিনিটের মাথায় আবারও বাংলাদেশের জালে বল জড়ান টিম কাহিল। এতে তিনি হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। ৪০ মিনিটের মাথায় আবারো গোল করেন জেরিনা। প্রথমার্ধের পর আর গোল করতে পারেনি অস্ট্রেলিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই অস্ট্রেলিয়া ফুটবল দল সরাসরি চলে যায় ওয়েস্টিন হোটেলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চার স্তরের নিরাপত্তা দেন।
বাংলাদেশের মাটিতে কোনো অনুশীলন ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে মামুনুল ইসলামদের মুখোমুখি হলো অস্ট্রেলিয়া। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচ শুরুর আগে সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে দুই দল।
পার্থে বাছাইপর্বের হোম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে বাছাইপর্বে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। যেখান থেকে মামুনুলদের অর্জন মাত্র এক পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ শেষ হলে আর একটি খেলা বাকি থাকবে। যেটি আগামী বছর ২৪ মার্চ অনুষ্ঠিত হবে জর্ডানের বিপক্ষে তাদের মাঠেই।
বাংলাদেশের চেয়ে শক্তি-সামর্থে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। তারপরও ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। শক্তিশালী দলের বিরুদ্ধে কেমন খেলে বাংলাদেশ, তা দেখতেই স্টেডিয়ামে উপস্থিত হন প্রচুর দর্শক।
১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস