শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
স্পোর্টস ডেস্ক: জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে মালয়েশিয়ার আছে বাংলাদেশ যুব দল আর সেখান থেকেই উড়ে আসলো বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বড় ধরণের জয়ের খবর। জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে বাংলাদেশ যুব দল। মালয়েশিয়ার কুয়ানতানে মঙ্গলবার এশিয়ার জায়ান্টদের ২-০ হোলে হারায় মাহবুব হারুনের শিষ্যরা। গোল দুটি করেন সারোয়ার হোসেন ও মিলন হোসেন।
এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিলো জিমি-চয়নরা। পাকিস্তানের সঙ্গে জুনিয়র এই আসরে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ওমানকে হারালেও জয়টা যুতসই ছিলো না। এ কারনে দক্ষিণ কোয়িার সঙ্গে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামার আগে চাপেই ছিলো যুবারা। সে চাপকে পাশ কাটিয়ে জিতেই মাঠ ছাড়লো অসীস গোপরা। ম্যাচের ২৫তম মিনিটে সারোয়ারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১-০ স্কোরলাইন ধরে রেখে প্রথমার্ধ শেষ করে মাহবুব হারুনের দল। দ্বিতীয়ার্ধে আরও এক গোল দিয়ে দক্ষিণ কোরিয়াকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ৪৬তম মিনিটে লক্ষ্যভেদ করেন মিলন। ‘বি’ গ্রুপে এটি বাংলাদেশের ম্যাচে এটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় হার। ওমানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর পাকিস্তানের কাছে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরেছিল তারা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে তারা। সেখানে প্রতিপক্ষ হিসেবে সারোয়াররা পেতে পারে জাপান কিংবা মালয়েশিয়াকে।
১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস