মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৯:০৮:২৭

রান রেকর্ড দিয়ে শেষ হলো মিচেল জনসনের ক্রিকেট ক্যারিয়ার

রান রেকর্ড দিয়ে শেষ হলো  মিচেল জনসনের ক্রিকেট ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক: অবশেষে রান রেকর্ড দিয়ে শেষ পর্যন্ত ড্র হলো পার্থ টেস্ট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৫৯ ও নিউজিল্যান্ড ৬২৪ রান করে। ৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮৫ রানে ঘোষণা করে অস্ট্রেলিয়া। এতে জয়ের জন্য শেষ ইনিংসে ৩২১ রানের টার্গেট দাঁড়ায় সফরকারী নিউজিল্যান্ডের। সেই রান তাড়া করতে নেমে বৃষ্টিবিগঘ্ন পঞ্চম দিন কিউইরা ২ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। এদিন দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচটি জমে উঠতে পারেনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেইন উইলিয়ামসন ৩২ ও রস টেইলর ৩৬ রানে অপরাজিত থাকেন।পার্থ টেস্ট চলা অবস্থায় অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। তিনি প্রথম ইনিংসে ১৫৭ রানে নেন ১ উইকেট। যা এই মাঠে কোনো অস্ট্রেলিয়ার বোলারের সর্বোচ্চ রান দেয়ার ঘটনা। তবে ক্যারিয়ারের শেষ ইনিংসে দারুণ বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হারানো দুই উইকেটই তিনি নেন ২০ রানে। এর আগে পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। স্টিভেন স্টিথ ১৩১ ও অ্যাডান ভোজেস ১০১ রানে অপরাজিত ছিলেন। এদিন তাার দজনই শুরুতে ফিরে যান। স্মিথ ১৩৮ ও ভোজেস ১১৯ রানে ফেরেন। তৃতীয় উইকেটে তারা ২২৪ রান যোগ করেন। ১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে