অদ্ভুত এক বিষণ্নতা ঘিরে রেখেছিলেন টাইগার সৌম্যকে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার হঠাৎ এক ধাক্কা পড়ে গেলেন। সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে রান পাননি। রান পাননি ঘরোয়া ক্রিকেটে; এমনকি অক্টোবরে ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও। জিম্বাবুয়ে সিরিজে খেলার আগে ইনজুরির কবলে পড়তে হয় তাঁকে। যাঁর মুখে বছর জুড়ে দেখা গেছে স্নিগ্ধ হাসি, সে সৌম্য সরকারের এখন মুখজুড়ে শ্রাবণের মেঘ। যেন অদ্ভুত এক বিষণ্নতা ঘিরে ধরেছেন টাইগার সৌম্য সরকারকে।
সৌম্য স্বীকার করলেন, পারফরম্যান্স নিয়ে মাঝে সত্যিই ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন মাঝে, ভারত সফরে সেভাবে রান করতে পারিনি। ভেবেছিলাম বড় ভুল হয়েছে। এর পর যখন দক্ষিণ আফ্রিকা গেলাম, সেখানেও রান পাইনি। তখন মনে হলো, নিশ্চয় বড় কোনো সমস্যা হচ্ছে। সত্যি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। জিম্বাবুয়ে সিরিজে খেলার জন্য দেশে ফিরে এলাম। তখন আবার চোট। ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি। টানা ম্যাচে রান পাচ্ছি না, এমনটা ঘটল এই প্রথম। বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসন্ন বিপিএলে অংশ গ্রহন নিয়ে। তার দল রংপুর রাইডার্স। অবশেষে খবর পাওয়া পুড়াপুড়ি চোট থেকে সেরে উঠেছেন তিনি। আজ মিরপুরের ইনডোরে ঘণ্টা দেড়েক ব্যাটিং করেছেন। তবে কবে মাঠে নামতে পারবেন, নির্ভর করছে কাল চিকিৎসকের নির্দেশনার পর, ‘চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছি। দুই সপ্তাহ পর আজ প্রথম ব্যাটিং করলাম। চিকিৎসক কাল দেখে সিদ্ধান্ত জানাবেন, কবে খেলতে পারব।
১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�