মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১০:০৯:৫৫

এবার ব্রাজিলের আইনি ঝামেলায় ফেঁসে গেলেন নেইমার

এবার ব্রাজিলের আইনি ঝামেলায় ফেঁসে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ট্রান্সফার আইনের ৬২ ও ১৭ নাম্বার আর্টিকেল অমান্য করায় এখনো ভোগছেন ব্রাজিলের স্ট্রাইকার এবং বার্সেলোনার সেরা তারকা নেইমার। এবার নিজের জন্ম ভূমি ব্রাজিলের আইনি ঝামেলায় ফেঁসে গেলেন নেইমার। তার বিরুদ্ধে রাষ্ট্রের আনা অভিযোগ বড় ধরনের কর ফাঁকির। নেইমার ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১৪ মিলিয়ন ইউরো পরিমাণ কর ফাঁকি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। তাই ব্রাজিলের আইন অনুযায়ী এসব অভিযোগের ক্ষেত্রে তিনগুণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বার্সেলোনার এই তারকার। গত সেপ্টেম্বরে তাই কাতালান তারকার প্রায় ৪২ মিলিয়ন ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ব্রাজিলের আদালত, যার মধ্যে তাঁর শখের পোরশে গাড়িটিও ছিল। আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিলেন নেইমার। তবে আদালত আপিলটিও খারিজ করে দিলেন। অন্যদিকে, ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এবং তাঁর পরিবার এই আপিল নিয়ে ব্রাজিলের উচ্চ আদালতে যাওয়ার চিন্তা করছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই বিষয়ে। ১৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে