শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৬:২২:৫১

সাকিবের জোড়া আঘাত, ৭ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীংলকা!

সাকিবের জোড়া আঘাত, ৭ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীংলকা!

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। আজ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।  ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ব্যক্তিগত ১ রান করেই নাসিরের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন পেরেরা। এরপর ২৫ রান করে ফেরেন থারাঙ্গা। মাশরাফির বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ১৯ রান করে রুবেলকে ক্যাচ দিয়ে মাশরাফির বলে আউট হয়ে ফেরেন মেন্ডিস। এরপর ১৬ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন ডিকভেলা। এরপর ২৮ রানে রান আউট হয়ে ফিরেন চান্দিমাল।  সাইফউদ্দিনকে ক্যাচ দিয়ে সাকিবের বলে ১৬ রান করে ফেরেন গুনারত্নে।  এরপরই মুশফিককে ক্যাচ দিএ সাকিবের বলে ০ রান করে ফেরেন সিলভা।  
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের জোড়া আঘাতে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীংলকা। লংকানদেরসংগ্রহ ২৭ ওভারে ১২১ রান।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে