শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:১৮:৫৮

মানচিনি হতে চান নেইমার-কাভানিদের কোচ!

 মানচিনি হতে চান নেইমার-কাভানিদের কোচ!

স্পোর্টস ডেস্ক: খবরটি দেখে উনাই এমেরি মনে মনে নিশ্চয়ই ভাবছেন, ব্যাটা আমার ভাত মারতে আসছে! চলতি লিগ ওয়ানে পিএসজির দুর্দান্ত পারফর্মেন্সের মাঝেই নাকি উনাই এমেরির ভবিষ্যত শংকার মুখে পড়েছে! ফরাসি মিডিয়ার এমন খবরেই লিগ ওয়ানের শীর্ষ ক্লাবটির দিকে চাতকের মত তাকিয়ে আছেন রাশিয়ান ক্লাব জেনিত বস রবার্তো মানচিনি।

গণমাধ্যমের ভাষ্য মতে, আগামী মৌসুমে ক্লাবটির কোচ হিসেবে চেলসির প্রধান কোচ এন্টনিও কন্টের যোগদানের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এদিকে ইতালির জাতীয় দলের কোচ হিসেবে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়ে লিগ ওয়ানে নেইমার ও কিলিয়ান এমবাপেদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মানচিনি।

এল ইকুইপকে দেয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী এই ইতালিয় কোচ বলেছেন, 'আমি পিএসজির কোচ হতে আগ্রহী। সুযোগ পেলে ক্লাবটির প্রতি আগ্রহ না থাকার কোনো কারণ নেই। আপনি একজন ভালোো কোচ হলে অবশ্যই এরকম শীর্ষ একটি ক্লাবের দায়িত্ব নেওয়ার প্রতি আগ্রহ থাকবে। কারণ আমরা সবাই জানি ফুটবল দুনিয়ায় একদিন সবকিছুরই পরিবর্তন ঘটবে।'

পিএসজি থেকে কোনো প্রস্তাব কিংবা আলোচনার বিষয়টি নাকচ করে মানচিনি আরও বলেন, 'যদিও ক্লাবটি থেকে আমি কখনো কোনো প্রস্তাব পাইনি, তবু আমার ইচ্ছা প্রকাশ করলাম। আমার ভবিষ্যৎ কোথায় নির্ধারিত হবে সেটাও জানি না। অসাধারণ সব তারকা খেলোয়াড়ে পরিপূর্ণ পিএসজিতে একজন ভালো কোচেরও দরকার রয়েছে। যে কোন কোচই এমন খেলোয়াড়দের নিয়ে কাজ করার জন্য আগ্রহ দেখাবে। এটি স্বাভাবিক একটি বিষয়।'

মানচিনি বলেন, 'এই মুহূর্তে পিএসজি হচ্ছে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। ক্লাবটিতে রয়েছে নেইমার, কাভানি, ডি মারিয়া, এমবাপের মত খেলোয়াড়। যাদের দুর্দান্ত নৈপূণ্যে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় সম্ভব। শুধু এই মৌসুমে নয় আগামী মৌসুমেও এই ক্লাবটি ইউরো ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার দাবি রাখে।'

উল্লেখ্য, ২০১৬ সালে ইন্টার মিলান ছেড়ে আসার পর গত বছর জুন থেকে রুশ জায়ান্ট জেনিতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মানচিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে