শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০০:৪২

দলে এখন একটা প্রতিযোগিতা চলে : সাকিব

দলে এখন একটা প্রতিযোগিতা চলে : সাকিব

স্পোর্টস ডেস্ক: প্রতিযোগিতা না থাকলে খেলার মজা কি! তবে প্রতিযোগিতাটা হতে হবে স্বাস্থ্যকর, বিদ্বেষমূলক নয়। বাংলাদেশ দলে এখন এই স্বাস্থ্যকর প্রতিযোগিতাটা চলছে বলেই মনে করছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের এই নায়ক দলের পারফরম্যান্সে ভীষণ খুশি।

দলের সবাই এখন যার যার মতো অবদান রাখছে, একজনকে যেন ছাড়িয়ে যেতে চাইছেন আরেকজন। পুরো ব্যাপারটিকে ভীষণ ইতিবাচক মনে করছেন সাকিব। ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে উঠে দেশসেরা এই অলরাউন্ডার বলেন, 'সবাই অবদান রাখছে। তামিম গত দুই তিন বছর ধরে যেমন খেলছে, তেমনই খেলেছে। মুশফিক ভালো খেলেছে, অন্যরাও। আমার মনে হয়, আমরা বোলিংটা খুব ভালো করেছি। গত ম্যাচের চেয়ে ভালো করেছি। প্রতিদিনই আপনাকে উন্নতি করতে হবে, দলের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতাটা আছে।'

জিম্বাবুয়ের পর উড়ে গেল শ্রীলঙ্কাও। সামনে আরও দুইটি ম্যাচ। তারপর ফাইনাল। মিরপুরে ঘরের মাঠে খেলাটাকে বাড়তি সুবিধা মনে করছেন সাকিব। তিনি বলেন, 'নির্ভার থাকার সুযোগ নেই। আরও তিনটি ম্যাচ বাকি আছে। আশা করছি, আমরা এভাবেই এগোতে পারব। আমাদের আরও অনেক কিছু সঠিকভাবে করতে হবে। পাঁচদিনে আমাদের তিনটি ম্যাচ খেলতে হবে। তবে মিরপুরে ঘরের মাঠে খেলা বাড়তি একটা সুবিধা।'
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে