শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৯:২৪

বীরের মত খেলে সবার আগে ফাইনালে উঠে গেল বাংলাদেশ

বীরের মত খেলে সবার আগে ফাইনালে উঠে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।  আর দ্বিতীয় ম্যাচে তো বহুল আলোচিত ও কাঙ্খিত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।  ১৬৩ রানের বিশাল হারের লজ্জাই উপহার দিয়েছে অতিথিদের। বীরের মত খেলে সবার আগে ফাইনালে উঠে গেল বাংলাদেশ।

সেই সাথে টানা দুই ম্যাচে জিতে বাংলাদেশ কিন্তু ফাইনালেই উঠে গেল! টানা দুই ম্যাচে বোনাস পয়েন্টসহ জেতায় ১০ পয়েন্ট তাদের।  বাকি দুই দলের তাই একে অন্যের সাথে লড়াই করেই এই টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ হতে হবে।

কিভাবে? দুই দলের মধ্যে কেবল একটিরই পক্ষে সম্ভব হবে বোনাস পয়েন্ট সহ বাকি ম্যাচ জিতলেও ১০ পয়েন্টে যাওয়া।  আর একটি তথ্য না জানালেই নয়।  তাতে অবিচার হয় টাইগারদের ওপর।  

তাদের বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ক্ষমাহীন নির্দয় ও নিষ্ঠুরতার জয়ের সাফল্যেও।  এই জয়ই কিন্তু বাংরাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়।  রানের ব্যবধানে।  আগের সবচেয়ে বড় জয়টি ছিল ১৬০ রানের।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে