শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০১:৪২:৫৮

শেষ ওভারে এতো নাটকীয়তা

শেষ ওভারে এতো নাটকীয়তা

স্পোর্টস ডেস্ক: এই হার কি সহজে ভুলতে পারবে আফগানিস্তান? অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ-পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানরা। জয়ের জন্য শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না, দুটি অতিরিক্ত রান পেয়েও চার বল বাকি থাকতে হারল আফগানিস্তান। শেষ ওভারে এতো নাটকীয়তা।

বাংলাদেশ সময় ভোরে টস জিতে আয়াল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আফগানরা। শুরুতে এক উইকেট হারিয়ে চাপে থাকলেও পরে তা কাটিয়ে উঠে আয়াল্যান্ড। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রান করে।

সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন ওফাদার ও কায়েস আহমেদ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। ধারাবাহিক উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। ৪৮.১ ওভারে তাদের নবম উইকেটের পতন ঘটে। ক্রিজে আসেন ওফাদার। অপরপ্রান্তে কায়েস আহমেদ।

দলের সংগ্রহ তখন ২১৬ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। আর বল হাতে ছিল নয়টি। কিন্তু স্ট্রাইকে থাকা ওফাদার প্রথম দুই বলে কোনো রান নিতে পারেনি। চতুর্থ বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন। কায়েস আবার ১ রান নিয়ে স্ট্রাইকে দেন ওফাদারকে। কিন্তু শেষ বলে কোনো রান নিতে পারেননি তিনি।

শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান। নাটকীয়তায় পূর্ণ এ ওভারটি দুই দলকেই উত্তেজনার তুঙ্গে নিয়ে গেছে।

উত্তেজনা সামলাতে না পেরে প্রথম বলে নো বল দেন নাভেলি। পরের বলে ওয়াইড! সোনায় সোহাগা আফগানিস্তান। জয়ের জন্য প্রয়োজন ৪ রান। হাতে বল আছে ৪টি।

কিন্তু ততক্ষণে সামলে উঠেছেন নাভেলি। পরের বলে কোনো রান নিতে পারেনি কায়েস।
হাতে তখনও পাঁচ বল বাকি। ৪৯.২ বলে আফগানদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন নাভেলি, কায়েসকে তালুবন্দি করেন কেনেডি। নাটকীয় জয় পায় আয়ারল্যান্ড।
২০ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে